‘দেশের জন্য ভালো খেলা গর্বের ব্যাপার’
স্পোর্টস ডেস্ক:
দেশের জন্য ভালো খেলা গর্বের ব্যাপার বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় এনে দেওয়ার অন্যতম নায়ক আফিফ হোসেন ধ্রুব।
আফিফের পরিচিতি মূলত অলরাউন্ডার হিসেবে। তবে বয়সভিত্তিক দল মাড়িয়ে জাতীয় দলে এসে তিনি হয়ে গেছেন শুধুই ব্যাটার। আবার ব্যাট হাতে ওপরের দিকে সুযোগও পান না খুব একটা। আর তাই নিজেকে প্রমাণের সুযোগ হরহামেশা পান না তিনি।
সুযোগসন্ধানী আফিফ সুযোগটা পেলেন এমন এক দিনে, যেদিন তিনি না থাকলে হয়ত জয়টাই আসত না। মাত্র ৪৫ রানে নেই ৬ উইকেট, এমন পরিস্থিতিতে সপ্তম ব্যাটার হিসেবে খেলতে নামেন তিনি। এরপর সাবলীলভাবে খেলে গেলেন জয় নিশ্চিত হওয়ার আগপর্যন্ত।
আফিফের দারুণ ব্যাটিংয়ে শেষদিকে একটু আক্ষেপও জাগল। লক্ষ্যটা আরেকটু বড় হলে হয়ত দেখা হয়ে যেত আফিফের শতকটাও! অপরাজিত ৯৩ রানের ঝলমলে অপরাজিত এই ইনিংস খেলার পর তিনি জানান, বড় সুযোগ পেয়ে তা কাজে লাগাতে সচেষ্ট ছিলেন।
এ বিষয়ে আফিফ বলেন, ‘দেশের জন্য ভালো খেলাটা সবসময় গর্বের একটা ব্যাপার। তো চেষ্টা থাকে সবসময় ভালো করার। কোনো সময় হয়, কোনো সময় হয় না। আজকে যেহেতু বড় একটা সুযোগ ছিল… এরকম বড় সুযোগ সবসময় পাওয়া যায় না। বড় সুযোগ পেয়েছি, তাই এটা কাজে লাগাতে চেয়েছি।’
জয় নিয়ে না ভেবে বরং উইকেট না হারানোর দিকে মনোযোগ ছিল বলে জানান আফিফ। তিনি আরো জানান, খেলার সময় পরের বল ছাড়া আর বাড়তি কিছু মাথায় রাখেন না। আফিফের ভাষায়, ‘আমি যখন ব্যাটিং করি আমার মাথায় এত পরিকল্পনা থাকে না। আমি চিন্তা করি- এই বল আমি কীভাবে খেলব, ঐ বল আমি কীভাবে খেলব।’