আশাশুনিতে ৯৯৯-এ কল পেয়ে বাল্যবিবাহ বন্ধ ও মোবাইল কোর্টে জরিমানা
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনিতে ৯৯৯ নং-এ কল পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ ও
জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার
আনুলিয়া ইউনিয়নের গরালী গ্রামে এঘটনা ঘটে।
গরালী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়ে বিয়ে অনুষ্ঠানের
প্রস্তুতিকালে মঙ্গলবার বিকালে ট্রিপল নাইনে কল করা হয়। খবর পেয়ে
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছেলের পিতা আফান গাজীকে ৫ হাজার
টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার
অধিকারী, এসআই আব্দুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর
আলম লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: