গীতিকার কাওসার চৌধুরী মারা গেছেন
বিনোদন ডেস্কঃ
নন্দিত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন। তিনি বেশ অনেকদিন ধরেই ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
কাওসার আহমেদ চৌধুরীর পারিবারিক ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
তিনি আরো বলেন, শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। করোনাতেও তিনি আক্রান্ত ছিলেন।
দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য।
এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী। একজন জ্যোতিষী হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
Please follow and like us: