খুলনায় দুর্বৃত্তের ইটের আঘাতে স্কুল ছাত্রের হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার
খুলনা প্রতিনিধি :
খুলনা মহানগরীতে শুভ হাওলাদার (৯) নামের এক স্কুল ছাত্র হত্যা মামলায় মোঃ জাহিদ(১৮) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জাহিদ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা বস্তির ইউসুফ বেপারীর ছেলে।
এ ব্যাপারে র্যাব জানায়, অভিযান পরিচালনা করে ময়লাপোতা মেথর-পট্টি কমান্ডার গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ১৪নং রোডে একটি মাঠ থেকে শুভ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা, গলাসহ শরীরের একাধিক স্থানে ইটের আঘাত পাওয়া যায়। হত্যার সময় দুর্বৃত্তদের সাথে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছিল পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। নিহত শুভ হাওলাদার নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। তার বাবার নাম ইব্রাহিম হাওলাদার।
শুভর বাবা জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়। পরে খবর পেয়ে দুপুরে শুভর খালা নাজমিন ঘটনাস্থলে গিয়ে লাশ বলে শনাক্ত করে। এ ঘটনায় শুভ হাওলাদারের মা ঝুমুর বেগম বাদী হয়ে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যার সাথে জড়িত অন্যান্যদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব।