“নলতায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মহান শহীদ দিবস পালন”
মনিরুজ্জামান (মহসিন),নলতা, কালিগঞ্জ থেকে:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবুল হোসেন পাড় এর নেতৃত্বে দলীয় অফিসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন,নলতা হাইস্কুল মাঠ সংলগ্ন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
এসময় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাবেক সভাপতি মাস্টার শামছুর রহমান, আওয়ামীলীগ নেতা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশন, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে বি আহছানউল্লা জুনিয়র হাইস্কুল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলতা ইউনিয়ন পরিষদ,নলতা প্রি-ক্যাডেট স্কুল, ইডা আদর্শ প্রি- ক্যাডেট স্কুল, আহ্ছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুল, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুল, কার্ডিফ মডেল স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকেও স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের উপস্থিতিতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কিছু প্রতিষ্ঠানে দোয়ার অনুষ্ঠান সহ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচী পালিত হয়েছে।
Please follow and like us: