দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার অনলাইনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার একুশের প্রথম প্রহরে কালো ব্যাচ ধরণসহ সখিপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দরা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/ বেসরকারি অফিস ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলন পূর্বক অর্ধনমিত করা হয়। সকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস উদযাপনের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। দুপুরে যোহরের নামাজ শেষে প্রত্যেকটি মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।