খলিশখালীতে জনবহুল সড়কের ইটের সলিং উদ্বোধন
নিজস্ব প্রতিনিধিঃ
জনদূর্ভোগ কামাতে দীর্ঘদিনের জনবহুল রাস্তায় ইটের সলিং নির্মাণ কজের উদ্বোধন করেন খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন । সোমবার সকালে ইউনিয়ন পরিষদের ২০২২/০২৩ অর্থবছরের এল জি এস পি ৩ প্রকল্পের অর্থায়নে এনায়েতপুর গ্রামে ৮০ হাজার টাকার ১৮০ ফুট ইটের সলিং রাস্তার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান । এ সময় সেখানে ইউপি সদস্য সবুজ সরদার আওয়ামী লীগ নেতা প্রভাষক কামরুল ইসলাম, সুজিত হোড়, ইউপি সচিব বিশ্বজিৎ মন্ডল ছাত্রদল নেতা রকিবুল ইসলাম রাজু, সুজায়েত ইসলাম বুলু সহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান বলেন, আমি শপথ নেওয়ার পরে সর্ব প্রথম এনায়েতপুর এলাকার জনগনের সুভিদার্থে কমাতে এলাকাবাসী কে সাথে নিয়ে ইটের সলিং নির্মানের মাধ্যমে শুভসূচনা করলাম । পর্যায়ক্রমে ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলি জনগনকে সাথে নিয়ে শেষ করতে চাই ।
Please follow and like us: