আশাশুনিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের স্মারকলিপি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের উদ্যোগে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, একজন অফিস সহায়কের পদসৃষ্টি সহ প ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে এস্মারকলিপি প্রদান করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোট উপজেলা সভাপতি সাইফুদ্দিন, সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, শিক্ষক নাছিমা খাতুন, এম এম নুর আলম, আবু সেলিম রেজা, আশুতোষ মন্ডল, ইয়াকুব আলী, আবুল হোসাইন প্রমুখ স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।