একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কবি সাবেক এমপি কাজী রোজীর মৃত্যুতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শোক
বীরমুক্তিযোদ্ধা,একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কবি,সাবেক এমপি,সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সন্তান। কাজী রোজী (১৯৪৯-২০২২)শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৭৩ বছর।তিনি ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাংবাদিক সিকান্দার আবু জাফর এর দ্বিতীয় স্ত্রী।
তাঁর মৃত্যুতে জাতি হারালো একজন নিবেদিত প্রান সাহসী দেশপ্রেমিককে। যে ক্ষতি অপূরনীয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন।সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক আবুল কাশেম,সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে শেখ তোহিদুর রহমান, অধ্যক্ষ আশেক ই এলাহি,শেখ হারুন অর রশিদ, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম খোকন, লায়লা পারভীন সেঁজুতি, বরুন ব্যানার্জি প্রমুখ।#
Please follow and like us: