ফের এনআইডির সমস্যা সমাধানের নির্দেশ
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী মৃত স্ট্যাটাস, মানসিক ভারসাম্যহীন ও দ্বৈত ভোটারদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ফের নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ। এর আগে, গত বছর দুই দফা চিঠি দিলেও তা যথাযথভাবে প্রতিপালন হচ্ছে না বলে মনে করছে এনআইডি। এজন্য ইসির মাঠ কর্মকর্তাদের চিঠি দিয়ে পুনরায় অনুরোধ করা হলো।
এনআইডির উপপরিচালক মোহাম্মদ শাহীন আকন্দ স্বাক্ষরিত বার্তায় কমিশনের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
এনআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৃত স্ট্যাটাস, মানসিক ভারসাম্যহীন ও দ্বৈত ভোটারদের সমস্যা সমাধানে গত বছর ২০ সেপ্টেম্বর ও ২৫ নভেম্বর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেয় কমিশন। বর্তমানে এই বিষয়ে আবারো চিঠি দিয়েছে ইসি। কিন্তু ছয় মাস অতিবাহিত হলেও সাধারণ মানুষ এখনো এই তিন সমস্যা সমাধানে ইসির প্রধান কার্যালয়ে আসছে।
নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।
এ প্রসঙ্গে এনআইডির মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, সারা দেশে মাঠ পর্যায়ে ইসির কর্মকর্তাদের মৃত, মানসিক ভারসাম্যহীন ও দ্বৈত ভোটার সমস্যা সমাধান গত বছর দুই বার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও মানুষ এসব সমস্যা সমাধানে ইসি ভবনে আসছেন। সেজন্য আবারো নির্দেশনা দেওয়া হয়েছে।