ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র মোজাহিদ বাঁচতে চায়
রবিউল ইসলাম:
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্র ও জয়নগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোজাহিদ হোসেন (১৯) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের তামিলনাড়ুর খৃষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসি) চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তমানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় পিতা শহিদুল ইসলাম।
মোজাহিদের পিতা শহিদুল ইসলাম জানান, একবছর আগে বুকে হালকা ব্যাথা অনুভব করলে মোজাহিদ কে চিকিৎসার জন্য ঢাকা মহাখালি তে ডাক্তার দেখানো হয়। দীর্ঘ কয়েকমাস ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগের নির্দিষ্ট কোন বর্ননা না দিয়ে চিকিৎসকদের পরামর্শে পরপর দুই স্লাব কেমো থেরাপি দেয়া হয়। এর ক’দিন পরেই দেয়া হয় রেডিও থেরাপি। আর রেডিও থেরাপি শেষ না হতেই মুজাহিদ ঝিমিয়ে পড়ে। ঢাকা থেকে চলে আসে গ্রামের বাড়ী। দিন চলে যায়, অবনতি হতে থাকে মোজাহিদের শরীর। এরই মাঝে অসুস্থ শরীর নিয়ে দাখিল পরীক্ষায় অংশ নেয় মুজাহিদ।এরপরে পরিবারের সবার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া তামিলনাড়ুতে অবস্থিত খৃষ্টান মেডিক্যাল কলেজে (CMC) ভর্তি করা হয়। বর্তমানে মোজাহিদ মেডিক্যাল অনকোলোজি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন আছে। প্রতিদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তার চিকিৎসার জন্য প্রতিদিন খরচও বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় তার আশু রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার অসহায় পিতা শহিদুল ইসলাম।
Please follow and like us: