কুল্যার রোগে কাতর আম্বিয়া চিকিৎসা বঞ্চিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি ¦ুপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের রহমত আলি মালির স্ত্রী আম্বিয়া খাতুন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। চিকিৎসা খরচ যোগাতে না পেরে এখন রোগযন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন।
দিনমজুর স্বামীর সংসারে স্বামী-স্ত্রী কাজ করে কোন রকমে তাদের সংসার চলে আসছিল। দীর্ঘ ১৩ বছর কিডনির রোগে আক্রান্ত হয়ে সহাল সম্বল খুইয়ে চিকিৎসা করিয়ে এসেছেন। এখন চিকিৎসা খরচ যোগান দেওয়ার কোন সক্ষমতা তাদের নেই। প্রথমে তার একটা কিডনির সমস্যা দেখা দিয়েছিল। কিডনী রোগ চিকিৎসায় যখন তাদের সহায় সম্বল শেষ হয়ে গেছে তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ২য় কিডনীর সমস্যা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তারা জানতে পারেন একটা নয় তার দু’টা কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন খবর এসেছে তার শরীরে রক্ত দিতে হবে। দিনের খাদ্য যোগাড় করতে অপারগ স্বামীর পক্ষে ওষুধ কেনা, রক্তা কেনা এবং চিকিৎসা ব্যয় যোগানো কোনক্রমেই সম্ভব নয়।
আম্বিয়ার জীবন এখন খুবই নাজুক হতে চলেছে। বিত্তবান, সহৃদয় ব্যক্তিবর্গ তার পাশে এসে দাঁড়াবেন এমন প্রত্যাশা নিয়ে তারা এখন আকুতি জানাচ্ছে। যদি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা তার সহায়তায় এগিয়ে আসতে চান তাহলে তাদের বাড়ির পাশের জনৈক ব্যক্তির মোবাইল নং ০১৭৪৯৯৫৯৮৮৩ -এ যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।