এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ- দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড
আঃজলিল,(নিজস্ব)প্রতিনিধিঃ
সারাদেশে একযোগে আজ এইচএসসি-২০২১ এর পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে।তারই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারী ( রবিবার) দুপুর সাড়ে রারটার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র যশোর প্রেসক্লাব মিলনায়তনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর শিক্ষা বোর্ড থেকে এবছর ১ লক্ষ ২৮ হাজার ১শত ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ৭ শত ৪১জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৮ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭ শত ৭৮ জন। বহিষ্কার হয়েছিল ৩ জন।
ফলাফল অনুযায়ী যশোর শিক্ষা বোর্ড থেকে ২০২১ বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৯ শত ৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৮ হাজার ২১ জন। পাসের হার ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩ শত ৮৮ জন। মানবিক বিভাগ থেকে ৯১ হাজার ৯ শত ৮৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯১ হাজার ২ শত ৩০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫ শত ৭৬ জন।পাশের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ হাজার ২০৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১৪ জন ছাত্রছাত্রী।
উল্লেখ্য করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ৩ টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে।একইসঙ্গে অ্যাসাইনমেন্টের জন্যও শিক্ষার্থীদের ওপরে চাপ ছিল। এসব কারণে শিক্ষার্থীদের উপর যেমন পড়াশোনার তেমনি অভিভাবকরাও ছেলেমেয়েদের ওপর বাড়তি নজর দিয়েছেন । এছাড়া যশোর শিক্ষা বোর্ডে থেকে প্রশ্নব্যাংক তৈরি করে শিক্ষার্থীদের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।এবছরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছিল সেই উদ্যোগের প্রথম ব্যাচ। সব মিলিয়ে যশোর শিক্ষা বোর্ডে ভালো ফলাফল হয়েছে।
Please follow and like us: