পুলিশ চেয়ারম্যানকে বেধড়ক মারছিল ঠেকাতে গিয়ে মামলা খেতে হলো_ভুক্তভোগীরা
শ্যামনগর ব্যুরোঃ-
শ্যামনগরের কৈখালীতে পুলিশ চেয়ারম্যানকে বেধড়ক মারছিল ঠেকাতে গিয়ে মামলা খেতে হলো_ভুক্তভোগীরা ৷ একজন মানুষকে বাঁচাতে গেলেও তার জন্য কি মামলা খেতে হবে? তারা তো কোন পুলিশের পোশাক বা পরিচয় দেইনি ৷ যদি চেয়ারম্যানকে কোন সন্ত্রাসী বাহিনী নিয়ে যেত ? একজন জনপ্রতিনিধিকে রাস্তায় জনসম্মুখে ধরে গলার উপর পা তুলে দিয়েছে আর কেউ ঠেকাতে গেলে কি মামলা হবে? এমনও হাজার প্রশ্ন কৈখালী ইউনিয়নবাসীদের মাঝে ৷
গত ৯ ফেব্রুয়ারী ২০২২ তারিখ বুধবার বেলা ১২ টার দিকে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের বৈশখালী এলাকা থেকে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে পথ অবরোধ করে কয়েকজন সাধারণ পোশাক পরা ব্যক্তিরা মারতে থাকে দেখে এলাকাবাসীরা এসে ঠেকাতে গেলে তাদেরও মারধর করে ৷ পরে যখন হ্যান্ডক্যাপ পরানো হয় তখন মানুষ বুঝতে পারে পুলিশ ৷
এসময় রিপন নামের একজন কনস্টেবলের আঙুলে চোট পাই ৷ পরবর্তীতে প্রশাসনের কাজে বাঁধাসৃষ্টি করায় ৩০ জনকে অজ্ঞত করে ১৮ জনের নামে একটি মামলা করে ৷ যার মামলা নং-৯ ৷ কিন্তু মামলায় যাদেরকে আসামি করা হয় তারা আদৌও ঘটনাস্থলে ছিলো না বলে দাবি করেছেন ৷ পুলিশ সুপারের কাছে সুষ্ঠ তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছেন ভক্তভোগীরা ৷
Please follow and like us: