অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক :
করোনার কারণে আগামী মার্চে নিজ মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-২০ সিরিজটি স্থগিত করেছে নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়া দলের আইসোলেশনের জন্য যথেষ্ঠ জায়গা না পাওয়ায় সিরিজটি বাতিল করা হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যৌথ সম্মতিতে নেপিয়ারে চার দিনের জন্য নির্ধারিত সিরিজটি পরিত্যক্ত হয়েছে।
১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত তিন ম্যাচের টি-২০ সিরিজ হবার কথা ছিলো। এ বিষয়ে এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, সীমান্তে কড়াকড়ির কারণে অস্ট্রেলিয়ার সফরটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, আমরা যে সময়ে সফরের পরিকল্পনা করেছিলাম, তখন ট্রান্স-তাসমান সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে আশা ছিল। কিন্তু ওমিক্রমনের প্রাদুর্ভাবে দুর্ভাগ্যবশত সীমান্তের সবকিছু পাল্টে গিয়েছে এবং এই সিরিজ চালিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে গেছে। তবে আমরা জানি এ বিষয়টা সবার ক্ষেত্রেই সমান।
এর আগে করোনা প্রোটোকলের কারণে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ড দলের অস্ট্রেলিয়া সফরও বাতিল হয়ে গিয়েছিল। গত ৩০ জানুয়ারি চার ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল কিউইদের।