পার্টিতে দাওয়াত পাননি বলে খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওলা
স্পোর্টস ডেস্ক:
শেষ কিছু দিনে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের দুটো ভিডিও নিয়ে বেশ আলোচনাই হচ্ছে। যেখানে মদ খেয়ে মাতাল হয়ে শহরের রাস্তায় চলতে দেখা যায় তাদের। কোচ পেপ গার্দিওলা অবশ্য একে দেখলেন ‘ঠিকঠাক’ আচরণ হিসেবেই। বরং তার রাগ অন্য জায়গায়। সেখানে দাওয়াত পাননি বলে ‘ক্ষোভ’ তার, জানালেন জরিমানাও করবেন তাদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, মদ খেয়ে মাতাল হয়ে গ্রিলিশ, ওয়াকাররা হাঁটছেন রাস্তায়। পরে ঢুকতে চেয়েছিলেন ম্যানচেস্টারের একটি মদের বারে। কিন্তু গ্রিলিশের ব্যবহার নিয়েই বাধে বিপত্তি। সেই বারে তাকে ঢুকতে দেওয়া হয়নি, একটু বেশিই মাতাল ছিলেন বলে।
এখানেই শেষ নয়। গেল ডিসেম্বরে লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আবারও কিছু ছবি প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় গ্রিলিশ এবার ফিল ফোডেনকে নিয়ে পার্টি করে বেড়াচ্ছেন। সে কারণে কোচ গার্দিওলার ভর্ৎসনার মুখেও পড়েছিলেন দু’জনে। যদিও গার্দিওলা এবার জানাচ্ছেন, দু’জনে দোষের কিছু করেননি। পার্টি করে বেড়াচ্ছিলেন কোচিং স্টাফদের সঙ্গেই।
তাহলে খেলোয়াড়দের বকা দিচ্ছিলেন কেন? এমন প্রশ্নের জবাবটা তিনি দেন কৌতুকের ছলে। বলেন, ‘আমি রেগে আছি। কারণ তারা আমাকে দাওয়াত দেয়নি। আমার বিষয়টা পছন্দ নয়। পরের বার আশা করি তারা আমাকে দাওয়াত করবে।’
আজ রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার দল। তার আগে তিনি জানালেন, খেলোয়াড়রা মোটেও দোষের কিছু করেননি। বলেন, ‘আসলে যা ঘটেছে, সে ভিডিওতে মোটেও তা প্রকাশ পাচ্ছে না। সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছে, সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে উপভোগ করছে।’
তিনি আরও যোগ করেন, ‘আজকাল বাইরে বেরোনো ঝুঁকির বিষয়, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বলে কিছু একটা আছে এখন, সে বিষয়টা খেলোয়াড়রা জানে। তবে খেলোয়াড়রা ঠিকঠাকই ছিল।’
তবে গার্দিওলা মজার ছলে বললেন, প্রত্যেকে জরিমানার মুখে পড়বেন। বললেন, ‘তারা জরিমানার মুখে পড়বে। কারণ তারা আমাকে দাওয়াত দেয়নি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ কিছু দিনে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে দলটির খেলোয়াড়দের। গার্দিওলাকে জিজ্ঞেস করা হয়েছিল তার খেলোয়াড়দের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে কি না। গার্দিওলা জানান, ‘এই ব্যাপারে আমার মনে হয় তেমনই।’
তবে মাঠের বাইরে যা-ই করে বেড়ান, মাঠে কিন্তু তার দল ঠিকই পারফর্ম করে চলেছে। প্রিমিয়ার লিগের শীর্ষে আছে দলটি। ২৩ ম্যাচের ১৮টিতেই জিতেছে তার দল, সম্ভাব্য ৬৯ পয়েন্ট থেকে ৫৭ পয়েন্টই তুলে নিয়েছে সিটিজেনরা। এর ফলে আপাতত প্রিমিয়ার লিগের বাকি দলগুলোর ধরাছোঁয়ার বাইরেই আছে দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল থেকে ৯ পয়েন্টে এগিয়ে আছে গার্দিওলার দল।