” ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যানের নেতৃত্ব পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন”
নলতা,কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম এর নেতৃত্বে ৫ ফেব্রুয়ারি শনিবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার পরিষদবর্গ, উত্তর চালিতাবাড়িয়া এবং পার্শ্ববর্তী ১২ টি গ্রামের ভুক্তভোগী জনগণকে সাথে নিয়ে পানি নিষ্কাশনের পথ সরেজমিনে পরিদর্শন করেন।
সকাল ৮ ঘটিকায় উক্ত ইউনিয়নের হিজলার মোড় নামকস্থান থেকে খালি পায়ে মৎস্য ঘেরের দুর্গমপথ অতিক্রম করে চেয়ারম্যান দুই কিঃ মিঃ পথ ঘুরে ঘুরে দেখেন। পানি নিষ্কাশন ব্যবস্থার বেহালদশা দেখে সকলেই ক্ষুব্ধ ছিলেন বলে জানা গেছে।
অবশেষে হিজলার মোড়ে ফিরে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে ১০ ফুট প্রস্থের এবং দেড় কি: মি: দৈর্ঘের নয়নজল বা ঘেরের পার্শ্বড্রেন স্কেভেটর দ্বারা খননের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আর এ কাজটি সম্পাদনের জন্য দেড় লক্ষ টাকার সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। যা স্থানীয়ভাবে কালেকশন করা হবে বলেও জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, তার ইউ পি সচিব, ওয়ার্ড সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী ৬ নং নলতা ইউনিয়নের ইউ পি সদস্য শামীম হোসেন, মৎস্য ঘের মালিকগণ ও এলাকার ভুক্তভোগী তথা নানা শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, এ মহতি উদ্যোগকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় আছে বলেও তথ্য পাওয়া গেছে।
Please follow and like us: