স্টেডিয়ামের ভেতর প্রকাশ্যে ধুমপান করলেন শেহজাদ!
বৃষ্টির হানায় বেশ মন খারাপ করা এক দিন কাটছে দেশের ক্রিকেট ভক্তদের। কারণ এ কারণে যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এরই মাঝে বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্টেডিয়ামের ভেতর প্রকাশ্যে ধুমপান করে আলোচনায় উঠে এসেছেন মোহাম্মদ শেহজাদ।
ঘটনা আজ সন্ধ্যার। বৃষ্টি তখন থেমে গেছে। দিনের দ্বিতীয় ম্যাচ তথা মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ করছেন মাঠকর্মীরা। মাঠে এসে গেছেন দুই দলের ক্রিকেটাররাও।
এ সময় কেউ মাঠের পরিস্থিতি দেখছিলেন, কেউ হালকা ওয়ার্মআপ করছিলেন। আবার অনেকেই মেতে ছিলেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শেহজাদ।
ঘটনা এটুকুতে সীমাবদ্ধ থাকলেই হয়তো ভালো হতো। কিন্তু দ্রুতই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী! অর্থাৎ মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার! বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন। উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।