“নলতায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করলেন অধ্যাপক ডাঃ রুহুল হক এম পি”
নলতা, কালিগঞ্জ,সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় শীতার্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় অধ্যাপক ডাঃ রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে নলতা, ভাড়াশিমলা,তারালী ও চাম্পাফুল ইউনিয়নের মোট ৬০০ জন শীতার্থ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান (খোকন) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম পি বলেন- ” তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠিয়েছেন। পর্যায়ক্রমে এ উপহারের কম্বল সব ইউনিয়নে বিতরণ করা হচ্ছে ।
এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী ,সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আবুল হোসেন পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোজাম্মেল হক গাইন, খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: