ডুমুরিয়া গুটুদিয়ার সমাজ সেবা অফিসের সামনে অবৈধ স্হাপনা অপসারণের নির্দেশ
ডুমুরিয়া প্রতিনিধি–
ডুমুরিয়া উপজেলা গুটুদিয়া ইউনিয়নে অবস্হিত সমাজ সেবা অফিস দীর্ঘ দিন যাবৎ কোন কার্যক্রম না থাকায় সেখানে অবৈধ ভাবে গড়ে উঠেছে বিভিন্ন রকমের স্হাপনা।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে ডুমুরিয়া উপজেলার সমাজ সেবা কর্মকর্তাগণ পরিদর্শনে এসে দেখেন অফিসের সামনের মাঠে বিভিন্ন জায়গায় অবৈধ স্হাপনা গড়ে উঠেছে। চায়ের দোকান, ইট, বালু, ভ্যান স্টান্ড মটর সাইকেল স্টান্ড, এই অবস্হা দেখে দেখে সমাজ সেবা অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফোন দেন। এবং উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ জনাব আবদুল ওয়াদুদ সরেজমিনে এসপি ঘটনার সত্যতা পান ।
সব কিছু দেখে উপস্থিত সবাই কে আগামী কাল বুধবারের মধ্যে সকল অবৈধ স্হাপনা সরিয়ে নেওয়ার নির্দেষ দেন। তা না হলে সবার নামে মামলা দেওয়া হবে বলে ঘোষনা দেন । এসময় সমাজ সেবা অফিসার সুব্রত বাবুর সাথে কথা বলে যানা জায়। দীর্ঘ দিন যাবৎ ইউনিয়ন সমাজ সেবা অফিসের কার্যক্রম বন্ধ ছিল।
এখন থেকে সরকারের নির্দেশ মোতাবেক আবার চালু করা হবে। তাই এখানে যতো অবৈধ স্হাপনা আছে আমরা সরিয়ে ফেলছি। উনি আরো বলেন আগামীতে সব কয়টি ইউনিয়ন সমাজ সেবা অফিস নুতন করে সংস্কার করা হবে ও খুব তাড়াতাড়ি সীমানা প্রাচীরের ব্যাবস্হা করা হবে।
Please follow and like us: