চুকনগর ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী আটক
খুলনা প্রতিনিধি–
চুকনগর বাজারের খুলনাগামী মহাসড়কের উত্তর পাশে রানার কোম্পানির মোটরসাইকেলের শোরুমের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম মাতা (৩৭), পিং- যশের আলী মাতা, সাং- নরনিয়া (মহিলা মাদ্রাসার পিছন থেকে আটক করেন।
এ সময় আসামীর নিকট থেকে ৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান ২১/০১/২০২২ ইং তারিখ রাত ০৮.১০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-২১, তারিখ- ২১/০১/২০২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২১ জানুয়ারী সন্ধ্যা ০৭.৪৫ সময় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী সাইফুলকে আটক করা হয়।
Please follow and like us: