বেনাপোলে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
মো:সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২২ জানুয়ারী) ভোর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৫), ভবারবেড় মধ্যপাড়ার মৃত আবেদ আলী ঘরামীর ছেলে শওকত (৪৩) ও একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে জাকির (৪২)।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার বলেন, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান পাচার করছে এমন গোপন খবরে এসআই আরিফল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বেনাপোল পোর্ট থানার ভবারবেড় পুকুরপাড় জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আটক করে তাদের । এ ব্যাপারে মাদক আইনে মামলা করে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।