বুধহাটায় নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারিরাত ৮টায় বুধহাটা মোক্তার সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়ন ইজিবাইক চালক সমবায় সমিতির আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি আব্দুস সালাম খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি বুধহাটা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, নব নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ ও নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বর দোলন খাতুন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য রেজওয়ান আলী, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ব্যবসায়ী বিভাস দেবনাথ, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, ইজিবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক এশার আলি প্রমুখ।
বক্তাগন বলেন, বিদেশ থেকে ইজিবাইক আমদানির মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। দেশে ইজিবাইক আমদানির ফলে পরিবহন সংকট অনেক কমে গেছে। ইজিবাইক পরিবেশ বান্ধব ছোট যানবাহন। বর্তমানে ইজিবাইকের জন্য হাজার হাজার বেকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সড়কে চলাচলকারী ইজিবাইক চালকদের উপর অমানবিক নির্যাতন করছে বলে অভিযোগ আছে। এমনকি হাসপাতালে রোগী বহনকারীদেরও আটকে রাখছে বলে জানান বক্তাগন। প্রধান বক্তা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সাথে কথা বলে ইজিবাইক চলাচলের সুষ্ঠু সমাধান করা হবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা।