এমপি রবির পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন স্থানে চলমান কম্বল বিতরণ
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বিভিন্ন স্থানে চলমান শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে সদরের ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষে অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য জ্যোৎ¯œা আরা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর সম্পাদক মিসেস তহমিনা ইসলাম, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা’র জেলা কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী ও অরলাইন পোর্টাল খবর সাতক্ষীরা’র সম্পাদক আবু জাফর সিদ্দীক প্রমুখ।