সাতক্ষীরার আশাশুনিতে আড়াইশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
আশাশুনি প্রতিনিধি।।
“শুভ কাজে সবার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় ২৫০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার(২১ জানুয়ারি) সকালে উপজেলার আনুলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এসব হতদরিদ্র মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ মোল্যা, বিশেষ অতিথি খাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিদুল ইসলাম গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আসমাউল হোসাইন, কাজল অধিকারী, আশাশুনি উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সুজন দেবনাথ, তহিদুজ্জামান, চিত্তরঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আড়াইশো জন হতদরিদ্র মানুষ চিহ্নিত করে কম্বল বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে ও আনুলিয়া ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী বিকাশ চন্দ্র সরকারের সহযোগিতায় হতদরিদ্র মানুষের শীত বস্ত্র উপহার দেওয়ায় দীর্ঘায়ু কামনা করে করেন বক্তারা। একই সাথে সকলকে ধন্যবাদ জানান।