শিক্ষকের ভুমিকায় চেয়ারম্যান মিলন-নিলেন ১০ম শ্রেণির গণিত ক্লাস
রফিকুল আলম:
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস নিয়েছেন ১০ নং আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন ।
তিনি তার নির্বাচনি ইশতেহারে বলেছিলেন আগরদাড়ী ইউনিয়ন কে শিক্ষার প্রসারে নিজেকে উজাড় করে দিবেন! এ যেন তারই প্রতিফলন। ইতিমধ্যে তিনি ইউনিয়নের শিক্ষা খাতে উন্নয়নের জন্য নানা উদ্যেগ হাতে নিয়েছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কে নিয়ে একাধিক বার মিটিং করেছেন কিভাবে এই ইউনিয়নের শিক্ষা মান আরও উন্নত করা যায়। এমনকি পারিবারিক ভাবে শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। যার কাজ ইতিমধ্যে শুরু করেছেন।
তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনি সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস নেন।
শিক্ষার্থীরা জানায়, ঘড়ির কাটায় তখন সাড়ে ১০টা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক বেশে চেয়ারম্যান মিলন হাতে ডাস্টার ও পেন্সিল নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করেন। এই সময় তিনি গণিতের বিভিন্ন জটিল সূত্রাবলী কিভাবে সহজে সমাধান করা যায় তা ব্লাক বোর্ডে অংক করে বুঝিয়ে দেন সাবলিলভাবে। পাঠদান শেষে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বলেন, হৃদয় দিয়ে পড়তে হবে। মন খারাপ হলে বই পড়বে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। যেটা ভালো লাগে না, সেটা করবে না। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো।