আশাশুনি থানায় নবাগত ওসি মমিনুল ইসলামের যোগদান
মুজিবর রহমান,আশাশাুনি:
আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) মো: মমিনুল ইসলাম পিপিএম যোগদান করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি থানায় যোগদান করেন।
মমিনুল ইসলাম কুষ্টিয়া জেলার ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে মো: মমিনুল ইসলাম। এ সময় নবাগত ওসি আশাশুনিতে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন-শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে সাংবাদিকসহ এলাকাবাসীর প্রত্যাশা করেছেন। নবাগত ওসিকে যোগদানের পর ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, এসআই জাহাঙ্গীর সেলিমসহ থানার অফিসারগণ।
Please follow and like us: