কলারোয়ায় ৭ শিক্ষক ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় অবসর জনিত কারণে ৭শিক্ষক ও বদলি
জনিত কারনে প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার
(১৭জানুয়ারী) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই বিদায়ী সংবর্ধনা
দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন-উপজেলা পরিষদ
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিদায়ী সংবর্ধনা অতিথিরা হলেন-সাবেক
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার। অবসর জনিত কারনে
সংবর্ধনা দেয়া হয় উপজেলার খোরদো স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,
যুগিখালী স্কুলের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, চক জয়নগরের প্রধান শিক্ষক
মিজানুর রহমান, কেড়াগাছি স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, গাজনা
স্কুলের প্রধান শিক্ষক এবাদ আলী, পিছলাপোল স্কুলের প্রধান শিক্ষক গোলাম
হোসেন, বামনখালী স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এসময় সেখানে
উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকুনুজ্জামান,
সহকারী শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, আশেকুজ্জামান, রবি শংকার দেওয়ান,
হারুন-অর-রশিদ, হুমায়ুন কবির, উপজেলা ইন্সট্রাক্টার মহিতোষ কর্মকার সহ
উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা
করেন-উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ।