কুলিয়ায় নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত অভিষেক ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্বে অধিষ্ঠিত হন নব নির্বাচিত জনপ্রতিনিধিগণ। আলোচনা সভায় কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, ইউপি সচিব খালিদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, নব নির্বাচিত ইউপি সদস্য শামছুজ্জামান ময়না, আব্দুল হান্নান, গোলাম রব্বানী, আবু সাঈদ, মোশারফ হোসেন, প্রেম কুমার মন্ডল, বিধান চন্দ্র সরকার, প্রভাস চন্দ্র মন্ডল, জাহিদুর রহমান জুয়েল, সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ফতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রানী প্রমুখ। এসময় নব নির্বাচিত সকল জনপ্রতিনিধিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নের্তৃবৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সঞ্জয় সরকার।