সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও নতুন বই বিতরণ
আব্দুল্লাহ আল মামুন:
সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও নতুন বই বিতরণ করা হয়েছে। রবিবার ১৬ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ২০২২ শিক্ষাবর্ষে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে এই প্রথম বার ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি এবং এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অত্র কলেজস্থ খেলার মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণে প্রকৌঃ মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা সহ (সরকারি ভাবে) প্রাপ্ত নতুন বই বিতরণ করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও ধর্মিয় আচার আচরণ যথাযথ অনুসরণের তাগিদ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক মোঃ আনিছুর রহমান, মোঃ মাহবুবর রহমান, আব্দুল আলিম, রঞ্জন কুমার সরকার, ধর্মদাস সরকার, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, অজিহার রহমান, মোঃ মাসুদ রানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
Please follow and like us: