আশাশুনি প্রেসক্লাবে সদরের নবনির্বাচিত চেয়ারম্যান হোসেনের মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি সদর ইউপি নির্বাচনে নবনির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩.৩০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যানকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ। বরণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা মর্যাদাকর ও বড় পেশা। সেবার পেশা। আশাশুনির সাংবাদিকরা মফঃস্বলে থেকে যে গুরুদায়িত্ববোধের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন আমি সেজন্য ধন্যবাদ জানাই। প্রেসক্লাবের উন্নয়ন ও সমস্যার কথা আমি অবগত আছি। সবদিক বিবেচনায় রেখে আমার সহযোগিতা থাকবে। আগামী ৫ বছরে প্রেসক্লাবের সকল দাবী পুরনের চেষ্টা আমার থাকবে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউনিয়নের উন্নয়নে আমি পরিকল্পনা গ্রহন করেছি। দয়ারঘাট থেকে নিমতলা বেড়ীবাঁধ ব্লক করা হবে, টেকসই বাধ করা হবে। পুইজালা বাজারগামী সড়ক, হাঁসখালী মাঠ ভরাট, মানিকখালী মান্নান ভাইয়ের বাড়ি থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তার মাটির কাজ শীঘ্রই শুরু করা হবে এবং পরবর্তীতে ইটের কাজ হবে। হাড়ীভাঙ্গা বাজার থেকে রাস্তার কাজ করা হবে। নির্বাচনের পূর্বেই ৯টি রাস্তার অনুমোদন করিয়েছি। শ্রীকলসে নতুন প্রাইমারী স্কুল প্রতিষ্ঠায় উর্দ্ধত পর্যায়ে কাজ চলছে। আশাশুনিতে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল করার কাজ চলছে। হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ্যানেস্তেশিয়া অনুমোদন করা হবে। নির্বাচনী ইস্তেহার আমার বড় চ্যালেঞ্জ। ৫ বছরে আমার কর্ম পরিকল্পনার অর্ধেকের বেশী পুরন করতে চাই। ইউনিয়ন পরিষদের জমিতে কমিউনিটি সেন্টার, দোকান ঘর বরাদ্দ, সমাবেশ ম স্থাপন, পাঞ্জেগানা মসজিদ স্থাপনসহ অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে। উপজেলা কোর্ট ফিরিয়ে আনতে চাই। নাগরিক সুবিধার ক্ষেত্রে মেম্বারগণ কনভেনার থাকবেন এবং স্থানীয়দের সম্পৃক্ত করে কাজ পরিচালনা করা হবে। ইউনিয়ন পরিষদে কমিটি থাকবে, অভিযোগ বক্সের অভিযোগ সংগ্রহ করে প্রতিমাসে তদন্ত করা হবে। আমরা ইউনিয়ন পরিষদকে ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে পরিণত করতে চাই। তিনি আরও বলেন, আমি ভুল করলে সংশোধনের সুযোগ দিবেন। সংশোধন না হলে নিউজ করবেন। তিনি সকল সাংবাদিককে এলাকার উন্নয়নে তাকে সহযোগিতা করার আহবান জানান।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসানসহ সকল সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবনির্বাচিত মহিলা মেম্বার অঞ্জনা সানা ও মেম্বার মঙ্গল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।