শ্যামনগর উত্তর আটুলিয়ায় অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ
শ্যামনগর ব্যুরো:
শ্যামনগরের উত্তর আটুলিয়ায় অবৈধ ভাবে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। জমি দখলের পাঁয়তারা করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত মেহের উদ্দীন সরদারের পুত্র মাহমুদ আলী সরদার।
অভিযোগ সূত্রে জানাগেছে, মাহমুদ আলী সরদারের পুত্র মাসুদুল আলমের নামীয় রেজি: কোবলাকৃত সম্পত্তিতে অবৈধ ভাবে দখলের অপচেষ্টা করা হচ্ছে। মাসুদুল আলমের ভোগ দখলীয় জমি উত্তর আটুলিয়া গ্রামের মনিরুজ্জামান খোকন, ইয়াছিন সরদার, আঃ আজিজ ও মফিজুল ইসলাম সম্পন্ন অন্যায় ও অবৈধভাবে দখল করার পাঁয়তারা করছে। আটুলিয়া মৌজার এস,এ, খতিয়ানের ৫৪৭ দাগে ১৯৩৬, ১৯৭২, ১৯১৮ ও ২০১৭ নং ১৪.৫৩ একর জমির মধ্যে নালিশী জমির পরিমান ২.৯৪ একর জমি। গত ১১ জানুয়ারী সকাল ৮টার দিকে তপশীল সম্পত্তিতে তারা অনাধিকার প্রবেশ করে মাটি ভরাট করে খুঁটি স্থাপন করে টিনের ছাউনী ঘর তৈরীর করার অপচেষ্টা চালায়।
অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে এর সত্যতা পান। উভয় পক্ষকে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে শ্যামনগর থানা পুলিশ জানান।