আশাশুনির এক স্কুল ও মন্দিরে চুরি সংঘটিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি সদরের এক স্কুল ও এক মন্দিরে একই রাতে চুরির সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কোদন্ডা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
সংঘবদ্ধ চোরেরা মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে অফিসের ৫টি আলমারী, একটি ফাইল কেবিনেট ও ড্র’র তালা ভেঙ্গে নগদ ৪০০০ টাকা চুরি করে নেয়। এসময় তারা কম্পিউটারের প্রিন্টার ভাংচুর, কাগজপত্র তছনছ করে। একই রাতে হাজরাতলা কালিমন্দিরের গ্রীলের তালা ভেঙ্গে মন্দিরের ভেতরের ২টি দানবাক্সের অনুদান ৪/৫ হাজার টাকা, কাসার চাকী জোড়া, ৮টি গামলাসহ পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরদিন (বুধবার) সকালে প্রতিষ্ঠান দু’টিতে প্রধান শিক্ষক ও পুজারি গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। প্রধান শিক্ষক দুখীরাম ঢালী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই জাহাঙ্গীর সেলিম ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এছাড়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, স্কুলের সভাপতি মনীন্দ্র নাথ বাছাড়, মেম্বার আঃ ছাত্তার, নবনির্বাচিত মেম্বার মহানন্দ মন্ডল, সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার প্রমুখ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।