সাতক্ষীরায় স্থানীয় পুরোহিত প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৯ দিন ব্যাপি পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম – ২য় পর্যায় এর প্রথম দিনের স্থানীয় পুরোহিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ৯টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি এ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম(২য় পর্যায়) এর আওতায় এ প্রশিক্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সুশান্ত ব্যানার্জী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ।
প্রশিক্ষন স ালনায় ছিলেন, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের প্রশিক্ষক দিবাকর ভট্টাচার্য্য।

উক্ত প্রকল্পের আওতায় ৯দিন ব্যাপি সাতক্ষীরার পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে প্রথম তিন দিনে হিন্দু আইন ও পূজা পদ্ধতি। পরবর্তী তিন দিনে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সেবা এবং শেষ তিন দিনে ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)