আশাশুনির ৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে আশাশুনি রিভারভিউ কেওড়া পার্কে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে বলাবাড়িয়া আমজাদ আলি মাধ্যমিক বিদ্যালয়, এইচএনএসকেটি হাড়িভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে টিকা প্রদান করা হয়। প্রতিষ্ঠান ৩টির প্রায় ১৬ শত শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। টিকা কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
সোমবার রিভারভিউ কেওড়া পার্কে বুধহাটা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং আশাশুনি উপজেলা পরিষদ হল রুমে কুল্যা ইউনিয়নের সকল মাধ্যমিক ও কলেজিয়েট স্কুলের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।