বড়দলে এমএমসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সুপরিচিত মোজাহার উদ্দীন মাল্টি ক্রাফট সেন্টার (এমএমসি) এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় জামালনগর গ্রামে অবস্থিত সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এমএমসি’র সভাপতি মিসেস রেজিনা মঞ্জুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেন্টারের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষুুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ খান মোঃ আনিছ উদ্দীন মঞ্জুর। সচিব অহেদুর রহমানের স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড অফিসার শাহিনুর ইসলাম, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, নব-নির্বাচিত ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আলহাজ্ব বদরুজ্জামান পলি, হাফেজ রুহুল আমিন, মাষ্টার সুখেন্দু, ডাঃ এম এ সালাম, সাবেক সচিব নাসির উদ্দিন, সমাজ সেবা অফিসের ভিএসডব্লিউ হুমায়ুন কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি দিকনির্দেশনা মূলক, এলাকার মানুষের কল্যাণে তার চিন্তাভাবনা ও সন্তানদের ভাল মানুষ করে গড়ে তুলতে করণীয়তা নিয়ে কথা বলেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সচিব অহেদুর রহমান। সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব, নতুন কমিটি গঠন ও বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।