সুলতানপুর বড় বাজারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অর্থায়ণে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় শহরের সুলতানপুর বড় বাজারে তৃতীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু। এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্য বিশিস্ট ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ও লাল্টু প্রমুখ। প্রতি বছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বেজায় খুশি। এসময় উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবির জন্য দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া করেন। এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।