সিনহা হত্যা মামলা: যুক্তিতর্ক শুরু
নিউজ ডেস্কঃ
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে।
৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার সকাল সোয়া ১০টার দিকে বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এ যুক্তিতর্ক।
এর আগে, সকাল সোয়া নয়টার দিকে সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।
তিনি বলেন, আগামী চারদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলবে। পরে আসামিদের পক্ষে যুক্তিতর্ক করা হবে। আশা করছি দ্রুত এ মামলা শেষ হবে। গত ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরার কাজ চলে।
২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসী।
২০২১ সালের ২৭ জুন মামলার ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আলোচিত এ মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন। এর মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ আসামি।