ওমিক্রন ঠেকাতে ইউরোপজুড়ে কঠোর বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে পুরো ইউরোপ। বারবার ভাঙছে দৈনিক সংক্রমণের পূর্বের রেকর্ড। নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সেখানকার দেশগুলো।
সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় ফ্রান্স সামাজিক মেলামেশার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে।
নতুন বিধিনিষেধের আওতায় লোকসমাগম হয় এমন স্থানে বিশেষ করে থিয়েটার, বার, স্টেডিয়াম ও গণপরিবহনে যাওয়ার ক্ষেত্রে ভ্যাক্সিন সার্টিফিকেট অথবা হেলথ পাস লাগবে। যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছে, তাদের হেলথ পাস দেয়া হয়।
ধারণা করা হচ্ছে, নতুন এই নিয়ম জানুয়ারির মাঝামাঝি সময় থেকে চালু করা সম্ভব হবে।
আগে দেশটিতে ২৪ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ দিয়ে লোকসমাগমে যাওয়া যেত। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ নিয়ম বাতিল করা হয়েছে।
দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার।
জানা গেছে, ফ্রান্সের পাশাপাশি পুরো ইউরোপে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় জার্মানিও নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেছে। বড়দিনের পর সামাজিক অনুষ্ঠান উদযাপনেও সীমাবদ্ধতা আরোপ করেছে দেশটি। ২৮ তারিখের পর যেকোনো সামাজিক অনুষ্ঠানে ১০ জনের বেশি মানুষ জড়ো হতে পারবে না। ফুটবল খেলা অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।