যুব এশিয়া কাপে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ
স্পোর্টস ডেস্কঃ
যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে খেলবে ফেভারিট বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হবে ম্যাচটি।
এই তো কিছুদিন আগেই ভারত অনূর্ধ্ব-১৯ এর দুটি দলকে হারিয়ে কলকাতায় অনুষ্ঠিত ত্রিদলীয় টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বর্তমান পারফরম্যান্সের বিচারে তাই বাংলাদেশকে ফেভারিট বলা অত্যুক্তি হবে না।
আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল বলেন, সম্প্রতি ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই ভারতীয় দলকে হারানোয় আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।
৮ দলের এই টুর্নামেন্টে শুরুটা হয় গ্রুপ পর্ব দিয়ে। ভারত গ্রুপ ‘এ’ রানার্সআপ হলেও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েই নাম লেখায় বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে (১২৭*) নেপালকে ১৫৪ রানে হারায় যুবা টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে মাহফিজুলের সেঞ্চুরিতে (১১২) পাত্তাই পায়নি কুয়েত, হারে ২২২ রানে। তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলা মাঠে গড়ালেও আম্পায়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় মাঝপথেই পরিত্যক্ত হয় খেলা। এদিকে দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা।