শ্রীউলায় মেম্বার প্রার্থী লাচ্চুর মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামরুল ইসলাম লাচ্চুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে প্রার্থীর নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহিষকুড় ও বুড়াখারআটি গ্রামের (৪নং ওয়ার্ড) তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী কামরুল ইসলাম লাচ্চু। তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি, কিবরিয়া হত্যার প্রতিবাদ করতে গিয়ে মামলার আসামী ছিলাম। আমি আম্ফানে ভাঙ্গা বাঁধ নির্মানে নেতৃত্ব দিয়েছিলাম। গরীব দুঃখী মানুসের সাথে ছিলাম, মসজিদ উন্নয়নে দায়িত্ব পালন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করেছি। অসহায় রোগাক্রান্ত মানুষের সেবা সহযোগিতা, করোনাকালীন সহযোগিতা, সচেতনতা, আর্থিক সহায়তা করেছি। আমি নির্বাচিত হতে পারলে, সুষ্ঠুভাবে ত্রাণ, সরকারি সহায়তা বিতরণ, বয়স্ক বিধবাসহ সকল ভাতা যোগ্যদের মধ্যে প্রদান, সড়ক সংস্কার, বিল বুড়াখারআটি ও বিল মহিষকুড় সড়ক সংস্কার, মসজিদ মন্দির শ্মশানঘাট উন্নয়ন, মাদক মাস্তান দমন, খেলাধুলা ও খেলার মাঠ উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। জামশেদ মোড়লের সভাপতিত্বে সভায় আবু হাসান, শমসের মোড়ল, শাম আলি মোড়ল, ইজ্জতুল্লাহ মোড়ল, জাকির, মিজানুর, সবুর, বুলবুল, প্রশান্ত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।