রাত পোহালেই শ্যামনগরে ইউপি নির্বাচন
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
রাত পোহালেই শ্যামনগরে ৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন শুরু হবে। প্রতিক পাওয়ার পর গত টানা ১৮ দিনে বিভিন্ন প্রচার-প্রচারণার পর আগামী কাল অবসান ঘটবে। উপজেলার
কৈখালী ইউনিয়নে মোট ২৩৯৮৯ জন ভোটারের মধ্যে পুরুষ ১২১৫৪, মহিলা ১১৮৩৫ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, কৈখালী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে শেখ আব্দুর রহিম, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতিকে জি,এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী রজনীগন্ধা প্রতিকে জি,এম শাহআলম, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে জি,এম আমিনুর রহমান, স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতিকে মো: মোত্তালেব হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে মো: শাহজাহান সিরাজ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে শাহানারা খাতুন তবে মুখোমুখি লড়াই করবেন নৌকা প্রতিকে জি,এম রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে শেখ আব্দুর রহিম।
রমজাননগরে মোট ২০৮৬২ জন ভোটারের মধ্যে পুরুষ ১০৬৬৮, মহিলা ১০১৯৮ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে শাহনুর রহমান শাহিন, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে আফতাবুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে আকবর আলী, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে শেখ আল-মামুন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে মো: রাশিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে মো: আবু হাসান গাজী তবে মুখোমুখি লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে শেখ আল-মামুন ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে আকবর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে মো: রাশিদুল ইসলাম।
নূরনগরে মোট ১৬৪৭৯ জন ভোটারের মধ্যে পুরুষ ৮৪৮৮, মহিলা ৭৯৯১ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে গোলাম আলমগীর, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে মো: আব্দুস সাত্তার, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে মো: গোলাম মোস্তফা, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে মো: বখতিয়ার আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: মীর আলী মোল্ল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা, প্রতিকে মো: মোখলেছুর রহমান তবে মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে মো: বখতিয়ার আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে গোলাম আলমগীর।
মুন্সীগঞ্জে মোট ২৯৩৮৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১৪৯৭৬, মহিলা ১৪৪৯০ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে অসীম কুমার মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে অহিদ মোল্ল্যা, জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকে জি,এম মুনছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আবুল কাশেম মোড়ল, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে মো: আবুল বাসার, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে মো: মুজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে মো: আব্দুর রাজ্জাক সরদার তবে মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে অসীম কুমার মৃধা ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আবুল কাশেম মোড়ল এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে মো: আব্দুর রাজ্জাক সরদার।
বুড়িগোয়ালীনিতে মোট ২২১০০ জন ভোটারের মধ্যে পুরুষ ১১৩১৭, মহিলা ১০৭৮৩ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি লাগল প্রতিকে মো: মজিবর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে ভবতোষ কুমার মন্ডল, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতিকে মো: আকবার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে মো: হারুনুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে হযরত আলী তবে মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে ভবতোষ কুমার মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে নজরুল ইসলাম।
গাবুরায় মোট ২৬০৫৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১৩২১৫, মহিলা ১২৮৪০ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে জি,এম শফিউল আযম লেলিন, স্বতন্ত্র প্রাথী রজনীগন্ধা প্রতিকে মো: আব্দুর রহিম, স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতিকে জি,এম মাসুদুল আলম, স্বতন্ত্র প্রাথী ঘোড়া প্রতিকে মো: আব্দুল্ল্যাহ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে আব্দুল্লাহ আল-মামুন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে আবিয়ার গাইন তবে মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে জি,এম শফিউল আযম লেলিন ও স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতিকে জি,এম মাসুদুল আলম।
পদ্মপুকুরে মোট ২০৩১৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১০৪৪১, মহিলা ৯৮৭২ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে এস,এম আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে এস,এম নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে জয়নাল আবেদিন গাজী, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে ফরিদউদ-দৌলা ফেরদৌস, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আমজাদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রজনীগন্ধা প্রতিকে মো: মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকে মো: রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে হাবিবুর রহমান তবে মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে এস,এম আতাউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আমজাদুল ইসলাম।
আটুলিয়ায় মোট ৩০১৪১ জন ভোটারের মধ্যে পুরুষ ১৫২৯২, মহিলা ১৪৮৪৯ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে জি,এম আলতাফ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে গাজী কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে এস,এম মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে আবু সালেহ, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আব্দুস সাত্তার, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে সৈয়দ কামাল উদ্দীন তবে মুখোমুখি লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে আবু সালেহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে সৈয়দ কামাল উদ্দীন।
কাশিমাড়ীতে মোট ২৬৪৮৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১৩৫১২, মহিলা ১২৯৭৮ জন। প্রার্থী হিসাবে যারা মাঠে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে মো: শমসের আলী ঢালী, স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতিকে মো: আব্দুল জব্বার , জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকে মো: আনিসুর রহমান গাজী, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আনিসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রজনীগন্ধা প্রতিকে পরিতোষ হালদার, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে এসএম আব্দুর রউফ, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে মো: আব্দুল রসিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকে মো: রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে মোহাম্মাদ নুরুল হক তবে মুখোমুখি লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে মো: আনিসুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে এসএম আব্দুর রউফ।