শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী অসীম কুমার মৃধার গনজোয়ার
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের নৌকার প্রর্তীকের চেয়ারম্যান প্রার্থী অসিম কুমার মৃধা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসিম কুমার মৃধা বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণে শতভাগ বিজয়ী হওয়ার আশা প্রকাশ করছেন। তিনি যেখানে যাচ্ছেন সেখানে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মানুষের মুখে মুখে নৌকার স্লোগান। বর্তমানে তিনি প্রচার প্রচারণার এগিয়ে আছেন বলে ইউনিয়নবাসী জানান।
আগামী ২৬শে ডিসেম্বর রোববার শ্যামনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ভোট নিয়ে ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকার রাস্তা ঘাটসহ অলিগলি। ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের মানুষরা নৌকার প্রার্থী অসিম কুমার মৃধার ডাকে সাড়া দিয়ে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।
৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নবাসী বলেন জনগনের সেবা করায় একমাত্র লক্ষ্য অসিম কুমার। তিনি নিজেকে ইউনিয়নবাসীর সেবা করার জন্য জীবন বিলিয়ে দিতে অসিম কুমার বলেন, ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের মানুষেরা আমাকে অনেক ভালোবাসে। আমি মানুষের কল্যানের জন্য কাজ করে যাবো। সুখে-দুঃখে, আপদে-বিপদে এলাকার জনগন সবসময় আমাকে পাশে পাবে। তিনি আরোও বলেন জনগনের সেবা করায় একমাত্র লক্ষ্য। আমার কোন চাওয়া-পাওয়া বলতে কিছু নেই। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে যাচ্ছি। তিনি আরোও বলেন নির্যাতনের হাত থেকে মুক্ত করতে এবং শান্তি ও অধিকার নিয়ে বাঁচার স্বপ্ন পুরন করতে আমি আগামী ২৬শে ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। এসময় তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন। আমি ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাস দুর্নীতি, মাদকমুক্ত যুবসমাজ, কর্মমুখী কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।
এসময় অসিম কুমার মৃধা ২৬শে ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আধুনিক ইউনিয়ন গড়ার সুযোগ দিন বলে আহবান জানান।
Please follow and like us: