আশাশুনিতে মেম্বার প্রার্থী সন্তোষের মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সন্তোষ কুমার মন্ডলের মোরগ প্রতীকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে ওয়ার্ডের হাড়ীভাঙ্গা মৎস্য সেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদরের ৮নং ওয়ার্ড নাটানা ও হাড়িভাঙ্গা গ্রামের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অংশ গ্রহনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ডাঃ হরিপদ মন্ডল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী সন্তোষ কুমার মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিবকানন্দ বিশ্বাস, হরিপদ সরকার, সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ। মেম্বার প্রার্থী সন্তোষ কুমার তার বক্তব্যে বলেন, আমি দুই দুউ বারের নির্বাচিত মেম্বার। এসময় আমি ওয়ার্ডের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সুষ্ঠুভাবে বন্টন করেছি। নদী ভাঙ্গর কবলিত এলাকার প্রতিনিধি হিসাবে সবসময় ভাঙ্গর রক্ষায় একসাথে কাজ করেছি। টেকসই বাঁধ নির্মানের দাবী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করে এসেছি। চেয়ারম্যান সাহেবের সাথে মিলেমিশে এলাকার স্বার্থে কাজ করেছি। নাটানা কালিমন্দির হতে শ্মশানে বাড়ী রাস্তা, হাড়ীভাঙ্গা হাইস্কুল হতে কালিমন্দির পর্যন্ত রাস্তা, হাড়ীভাঙ্গা এরশাদের বাড়ী হতে দ্বীনবন্ধু বাড়ি পর্যন্ত রাস্তাসহ সকল রাস্তা সোলিং ও সংস্কার করেছি। ৩টি পিএসএফ, ৩টি ফিল্টার, ৩০ টি ডিপটিউবওয়েল (হাইছাওয়া ও সরকারি), ২টি রোড লাইট, নাটানা শ্মশানঘাট সংস্কার, বিল নাটানা কালিমন্দির নির্মান, ১০০% বিদ্যুতায়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সাথে মিলেমিশে সকলের জন্য কাজ করেছি। আমি পনুরায় নির্বাচিত হতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামকে শহর পরিণত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে মডেল ওয়ার্ড গড়ে তুলবো। মৎস্যসেডে সিসি ক্যামেরার আওতায় আনবো, নাটানা চৌরাস্তা হতে পুইজালা রাস্তা কার্পেটিং, মসজিদ মন্দির সংস্কার, ঘরে ঘরে পানি সরবরাহ ব্যবস্থা, বাকী কাচা রাস্তা সোলিং করাসহ ইউনিয়ন ও ইউনিয়নবাসীর কল্যানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো। তিনি তার কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সকলের কাছে মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করেন।