শ্যামনগরের কাশিমাড়ীতে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায়
কাশিমাড়ী প্রতিনিধি:
আগামী ২৬শে ডিসেম্বর রোববার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাশিমাড়ীর খুটিকাটা সার্বজনীন পূজা মন্দির চত্বরে আওয়ামীলীগ নেতা গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার।
কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আব্দুল আলীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আনোয়ার হোসেন মিন্টু, কাশিমাড়ীর ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ সরদার, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি স, ম রেজাউল ইসলাম, ওলামালীগ নেতা আল ফারুক, বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান, আলহাজ্ব মাস্টার সওকাত হোসেন ঢালী, আওয়ামীলীগ নেতা মাস্টার মনিরুল ইসলাম, ইউনুচ আলী, আমিনুর রহমান মোড়ল, আব্দুল জব্বার, গোবিন্দ কুমার বৈদ্য, ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন ও গাজী আরাফাত হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
Please follow and like us: