কলারোয়ায় র্যাবের অভিযানে ৯২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
শহর প্রতিনিধি:
কলারোয়ায় র্যাবের অভিযানে ৯২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মারুফ সরদার (৪৫)। সে কলারোয়ার তুলশিডাঙ্গা গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া সরকারী কলেজ মোড থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা কলারোয়া সরকারী কলেজ মোড়স্থ ডাঃ দীন আলী ফার্মেসির সামনে অভিযান চালিয়ে মোঃ মারুফ সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে উক্ত ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং- ৩২, তারিখ ২৩/১২/২০২১ ইং, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক) ধারা।
Please follow and like us: