রোমিও একাদশ যুব কমিটির আয়োজনে নব নির্বাচিত ইউপি সদস্যকে সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি :
লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নব নির্বাচিত মেম্বর আলি
হোসেন কে রোমিও একাদশ যুব কমিটির আয়োজনে
সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে মাগুরা এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মো: মোকছেদ আলী সরদার।
প্রধান অতিথি ছিলেন, ১৩নং লাবসা ইউনিয়নের ৭নং
ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো: আলি হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও
প্রকাশনা সম্পাদক মো: রহমত আলী, মো: লিয়াকত আলী
সরদার, সমাজসেবক হরিদাশ পাল,মো: মফিজুর রহমান, রোমিও
একাদশের পক্ষে মো: আব্দুল্লাহ গাজী, শিমুল হোসেন, ওহাব
আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল
ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মো: ইন্তাজ
আলী মোড়ল। এসময় ফুলেল মালা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে নব
নির্বাচিত ইউপি সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।