বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪০৬ বিদেশি
স্পোর্টস ডেস্কঃ
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর অষ্টম আসরে খেলার জন্য দেশি ও বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ ডিসেম্বর হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
পাঁচটি গ্রেডে বিদেশি ক্রিকেটারদের রাখা হয়েছে। ‘এ’ গ্রেডে আছেন ১১ জন ক্রিকেটার। ‘বি’ গ্রেডে ১৬ জন, ‘সি’ গ্রেডে ২০ জন, ‘ডি’ গ্রেডে ৭৮ জন ও ‘ই’ গ্রেডে ২৮১ জন ক্রিকেটার রয়েছেন।
‘এ’ গ্রেড (১১ জন), পারিশ্রমিক ৭৫ হাজার ডলার: বেন ফোকস, ড্যান লরেন্স, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রবি বোপারা, সন্দ্বীপ লামিচানে, উইলিয়াম জর্জ জ্যাকস ও জহির খান।
‘বি’ গ্রেড (১৬ জন), পারিশ্রমিক ৫০ হাজার ডলার: বেনি হাওয়েল, ড্যানি ব্রিগস, দানুশকা গুনাথিলাকা, দীনেশ রামদিন, দীনেশ চান্দিমাল, লরি ইভান্স, লিয়াম ডওসন, লিয়াম প্লাঙ্কেট, লুক রাইট, মাহিশ থিকশানা, মোহাম্মদ শাহজাদ, নিরোশান ডিকওয়েলা, নুয়ান প্রদীপ, শাপুর জাদরান, শেলডন কটরেল, কুশল মেন্ডিস।
‘সি’ গ্রেড (২০ জন), পারিশ্রমিক ৪০ হাজার ডলার: আফসর জাজাই, আহমাদ শাহজাদ, অ্যালেক্সান্ডার ডেভিস, বেন ডাঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট, চামিকা করুনারত্নে, দাওলাত জাদরান, ধনঞ্জয়া লক্ষণ, ফিদেল এডওয়ার্ডস, হারিস সোহেল, লাসিথ এম্বুলদেনিয়া, মোহাম্মদ আসাদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, নাজিবউল্লাহ জাদরান, রবি রামপাল, রায়াদ এমরিট, রিকি ওয়েসেলস, সেক্কুগে প্রসন্ন, উসমান শিনওয়ারি, সুরাঙ্গা লাকমল।
‘ডি’ গ্রেড (৭৮ জন), পারিশ্রমিক ৩০ হাজার ডলার: আব্দুল ওয়াসি, আবিদ আলী, আফতাব আলম, আকিফ জাভেদ, আকিলা ধনঞ্জয়া, অ্যান্ড্রু বালবির্নি, অ্যাঞ্জেলো পেরেরা, অ্যান্টন ডেভচিচ, আশিয়ান ডেনিয়েল, বিলওয়াল ভাট্টি, বিনুরা ফার্নান্দো, বিপুল শর্মা, বিয়র্ন ফরটুইন, চারমি লে রউক্স, চন্দরপল হেমরাজ, কাসুন রাজিথা, ক্রেইগ আরভিন, কার্টিস ক্যামফার, ডেভিড পেইন, ডিলন হেয়লিগার, আসেলা গুনারত্নে, এহসান আদিল, ফাওয়াদ আলম, ফজল নিয়াজি রহমান, গুনাওয়ার্না জয়াসুরিয়া, অঞ্জনা জয়ারত্নে, ইমাম উল হক, জ্যাকব লিনটট, জশকরন মালহোত্রা, জতিন্দর সিং, জায়ডেন সিলস, জেফরে ভেন্ডারসে, জোন সিম্পসন, জনসন চার্লস, জর্ডান ক্লার্ক, জশ কব, জশুয়া লিটল, করিম জানাত, কেভিন ও’ব্রায়েন, কেভিন সিনক্লেয়ার, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, আমিলা আপনসো, ম্যাথু ফিশার, ম্যাথু পার্কিনসন, মেইল হ্যামন্ড, মীর হামজা, আশান আলী খান, জুনায়েদ খান, নিয়াল স্মিথ, নিতিশ কুমার, প্যাট ব্রাউন, পল আদ্রিয়ান ভন মিকেরেন, চতুরঙ্গ ডি সিলভা, মিনোদ ভানুকা, রায়ান খান পাঠান, রবিন জেমস দাস, ভন ডার মারউই, রস হোয়াইটলি, রায়ান বার্ল, সাদিরা সামিরাউইকরামা, সাহান আরচিজে, সাজিদ খান, স্যাম কুক, নিরওয়ান্থা থিকশিলা ডি সিলভা, শন ডিকসন, শনব উইলিয়ামস, শিরান ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, সুদীপ ত্যাগী, থমাস হেলম, উসমান ঘানি, বীরাস্বামী পারমল, ওয়েন ম্যাডসেন, ওয়েসলি মাধেভেরে, ইয়াসির শাহ, ইউনুস আহমাদজাই।
‘ই’ গ্রেড (২৮১ জন), পারিশ্রমিক ২০ হাজার ডলার: আশির ভালি ভাহিদি, আবরাহ আহমেদ, অ্যাডাম হজ, অ্যাডাম রসিংটন, আদিত্য শেঠি, আদিল ভাট্টি, আদরিয়ান নেইল, আইজাজ খান, অজয় লালচেতা, আখতার শাহ, আলাসডেয়ার ইভান্স, অ্যালেক্স ব্ল্যাক, আলী আবিদ, আলী ইমরান, আলী শফিক, আলিশান শরাফু, এমাদ বাট, অ্যান্ডারসন ফিলিপ, আন্দ্রিস গউস, অ্যাশ ট্যানডন, আকিব ইলিয়াস, আরিশ আলী খান, অ্যারন নিজার, অ্যারন লিলি, আরিয়ান লাকরা, আসগর আফগান, আসগর দুরানি, অ্যাশলে নার্স, আওয়াইস জিয়া, আয়ানা সিরিবর্ধনে, আজমতউল্লাহ ওমরজাই, বাবর হায়াত, বাহার শিনওয়ারি, বাহির শাহ, ব্যারি ম্যাকার্থি, বসন্ত রেগমি, বাসিল হামিদ, বেন কক্স, বেন মাইক, বেন রেইন, বিক্রম সব, বিলাল খান, বিনোদ ভাণ্ডারী, ব্র্যান্ডন গ্লোভার, ক্যালাম পারকিনসন, ক্যালাম ম্যাকলয়েড, চন্দ্রমোহন সুরেন্দ্রন, চার্লস জর্ডান আমিনি, চার্লস মরিস…