কাদাকাটিতে নৌকার মাঝি দিপংকরের মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দিপংকর কুমার সরকার দিপ মতবিনিময় করেছেন। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের খেজুয়ারডাঙ্গা মন্দির চত্বরে কীর্ত্তন গান অনুষ্ঠানে তিনি মতবিনিময় করেন।
কাদাকাটি ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি নৌকা প্রতীক নিয়ে ৫ জানুয়ারির নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিপংকর কুমার সরকার মতবিনিময় কালে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিগত নির্বাচনে উপজেলার ১১ ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয় হয়। আমিও নির্বাচিত হয়েছিলাম। আমার পিতাও সফলভাবে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশ আজ উন্নত। মানুষ বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন ভাতা, ভিজিডি, ভিজিএফ সহায়তা, গৃহহীন ও ভূমিহীনদের গৃহ ও ভূমি প্রদানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ও সহযোগিতা দিয়ে এসেছে। আমি বিগত ৬ বছরে বিনা টাকায় সকল সেবা দিয়ে এসেছি। কেউ একটি টাকা নিয়েছি বলতে পারবে না। আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে শান্তিতে থেকেছি। খাস জমি, খাল অবৈধ দখল হয়নি। আমার পিতাকে আপনারা নির্বাচিত করেন, তিনি ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন। তিনি যেভাবে ইউনিয়ন ও ইউনিয়নবাসীকে দেখে গেছেন, সেবা করেছেন, আমিও সেভাবে সেবা দিয়ে আসছি। এই মন্দিরে ইট, মাটি ও মাঠ ভরাট করে দিয়েছি। ইউনিয়নের সকল মসজিদ, মন্দির, মাদরাসা ও স্কুলের উন্নয়নে সরকারি সহায়তা ও নিজ অর্থে কাজ করেছি। প্রত্যৌক ওয়ার্ডে রাস্তা সংস্কার, খেজুয়ারডাঙ্গা নদীতে ব্রীজ নির্মান হবে, যদুয়ারডাঙ্গা, পূর্ব কাদাকাটি, উত্তর কাদাকাটি স্কুল ভবন হয়েছে বা হচ্ছে। দু’কোটি টাকার পানির প্লান্ট ও পুুকুর খনন করা হয়েছে। এমপি রুহুল হক ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম সাহেবের সহযোগিতা নিয়ে শেখ হাসিনার গ্রামকে শহরে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। ইতিমধ্যে ইউনিয়নের সকল সড়কের আইডি হয়েছে। ক্রমানুসারে সকল সড়ক উন্নয়ন হবে। তিনি কাজের মধ্যে কোন ভুল ক্রটি ও কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি অনুরোধ জানান। এসময় এলাকার বহু নেতাকর্মী এবং মহিলা মেম্বার ও প্রার্থী কাকলি রানী সরকার, প্রার্থী গীতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।