আশাশুনিতে নৌকা প্রতীকের পোস্টার ছেড়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ
আশাশুনি প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি আনুলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের পোস্টার ছেড়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত ব্যক্তির নাম ইঞ্জাম হোসেন।সে মধ্যম একসরা গ্রামের বারিক গাজীর ছেলে ও বিএনপি আনারস প্রতীকের প্রার্থী রুহুল কুদ্দুসের আপন চাচাতো ভাই। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার কাকবাসিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ শাবুদ্দীন সানা জানান, কাকবসিয়া এবং নায়াখালি এলাকা থেকে নৌকা প্রতীকের পোস্টার ও ব্যানার ছিড়ে বিএনপি’র আনারস প্রতীকের প্রার্থী রুহুল কুদ্দুসের চাচাতো ভাই বস্তায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পরে পুলিশে সোপর্দ করে।
তবে বিএনপি’র আনারস প্রতীকের প্রার্থী রুহুল কুদ্দুস বলেন, ইঞ্জাম আমার আপন চাচাতো ভাই। সে সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস প্রতীকের পোস্টার ব্যানার লাগাতে যায়। এ সময় নৌকা প্রতীকের কর্মীরা তাকে মারপিট করে এবং পুলিশের সামনে নৌকা প্রতীকের প্রস্তাব করছে বলে অভিযোগ করে।
আশাশুনি থানার উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করে বলেন আমি ঘটনাস্থলের আছি। এবং ওসি স্যার কে বিষয়টি জানিয়েছে।
Please follow and like us: